
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভিন রাজ্যে ফের হেনস্থার শিকার বাঙালিরা। আরও ভালভাবে বললে যোগী রাজ্যে। এবার নির্যাতনের শিকার পশ্চিমবঙ্গের বাঙালি নাট্যকার সমাজ। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে। ট্রেনে রিজার্ভ করা সিট থেকে হাত ধরে টেনে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কলকাতায় ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন দমদম নিবাসী নাট্যকর্মীরা।
গত ৮ ফেব্রুয়ারি ওই নাট্যকর্মীরা যাত্রা শুরু করে ইন্দোর থেকে শিপ্রা এক্সপ্রেসে। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের আমন্ত্রণে ওই নাট্যদল গিয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে। সেখান থেকে ফেরার সময় প্রয়াগরাজ স্টেশনে এই ভয়াবহ হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। নাট্যকর্মীদের অভিযোগ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ট্রেন ঢুকতেই এসি কামরার ভিতরে ঢুকে পড়েছিল বেশ কিছু দুষ্কৃতী। তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ।
অভিযোগ, উত্তরপ্রদেশ ঢোকার পর থেকেই অত্যাচার শুরু হয়। এরপর প্রয়াগরাজ থেকে উঠে পড়ে আরও একদল দুষ্কৃতী। প্রথমে কামরা দখল করার চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয়, এমনকী ট্রেনের মধ্যে মহিলাদের হাত ধরে রীতিমতো টানাটানি করা হয় বলেও অভিযোগ। আরপিএফকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। রেল দপ্তরে ফোন করেও সাহায্য পাননি বলে অভিযোগ নাট্যকর্মীদের। আসন থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন নাট্যকর্মীরা। কোনওক্রমে হাওড়ায় পৌঁছন ওই নাট্যকর্মীরা। তাঁরা জানিয়েছেন, কলকাতায় ওই ঘটনা নিয়ে এফআইআর করবেন। আরপিএফের ভূমিকা নিয়ে তাঁরা ক্ষুব্ধ।
এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে প্রশ্ন করলে পূর্ব রেলের আধিকারিক জানান, ‘একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি নজরে রাখা হয়েছে। উত্তরপ্রদেশে কুম্ভ মেলার কারণে ট্রেনে বেশ কিছু অপ্রীতিকর মানুষ বা দুষ্কৃতীদের অনুপ্রবেশ ঘটছে। বিষয়টি তদন্তের জন্য রেলের ডিআরএম এবং জেনারেল ম্যানেজার কে জানানো হয়েছে। যাতে আগামীদিনে এ ধরনের ঘটনা না ঘটে তার দিকে নজর রাখা হচ্ছে।’
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪